খুলনায় মন্দির ভাঙচুর ও সাম্প্রদায়িক হামলায় সিপিবির নিন্দা
খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, দোকানপাট ও বসতবাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
রোববার (৮ আগস্ট) গণমাধ্যমে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের ৫০ বছরে পদার্পণ করেছে। কিন্তু দেশ চলছে মুক্তিযুদ্ধের চেতনা ও ধারার বিপরীত পথ ধরে। রাষ্ট্রীয়ভাবে সাম্প্রদায়িক শক্তিকে মদদ দেওয়া হচ্ছে। সরকার সাম্প্রদায়িক অপশক্তির ‘পরামর্শ’ মেনে চলছে। সাম্প্রদায়িক অপশক্তিকে নিষিদ্ধ না করে, সরকার নিজের স্বার্থে কাজে লাগাতে চাইছে। সর্বত্র সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। সবমিলিয়ে দেশ আজ ভয়াবহ বিপদের মুখোমুখি।
এতে আরও বলা হয়, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলা চলেছে। কিন্তু হামলার যথাযথ বিচার হচ্ছে না। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, সরকার এখন ব্যস্ত রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সাম্প্রদায়িক গোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে। দেশ ও মানুষ বাঁচাতে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সব সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের এবং তাদের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এমএইচএন/আরএইচ