অপপ্রচারকারীদের মুখে এক-এগারোর গন্ধ পাওয়া যাচ্ছে
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, ‘যারা অপপ্রচার করছেন রাজনীতিবিদরা ব্যর্থ তারা এক এগারোর কুশীলব ও ষড়যন্ত্রকারী। তারাই আজকে বলছেন রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছেন। তাদের মুখে আবারও এক-এগারোর গন্ধ পাওয়া যাচ্ছে।’
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের প্রশংসা করে এসএম কামাল বলেন, ‘যারা অপপ্রচার করেছিল বাংলাদেশে ২০ লাখ মানুষ না খেয়ে মারা যাবে। কিন্তু আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা, দেশপ্রেম ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে একটি মানুষও না খেয়ে মারা যায়নি। করোনায় বিশ্বের অনেক উন্নত দেশগুলোতে যেভাবে মানুষ মারা গেছে, সেই তুলনায় বাংলাদেশে কিন্তু মৃত্যুর হার কম। আমরা খুশি আরও হতাম করোনায় যদি আমাদের একটি মানুষও মারা না যেত।’
তিনি বলেন, ‘আজকে একটি মহল প্রচার করছেন, অপপ্রচার করছেন যে, রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছে। বাংলাদেশে যেদিন থেকে করোনা রোগী শনাক্ত হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগ মাঠে আছে। সরকার সরকারের মতো করে দিচ্ছে। আর বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরামর্শে ত্রাণ কমিটিসহ সকল পর্যায়ের নেতারা সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।’
আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, ‘তাই আজকে যারা অপপ্রচার করছেন রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছেন! আমরা মনে করি- তাদের মুখে এক-এগারোর গন্ধ পাওয়া যাচ্ছে। এক-এগারোর কুশীলব, ষড়যন্ত্রকারীরাই আজকে আবারও বলছেন রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছেন।’
তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ না বিশ্ব নেতৃত্ব করোনা মোকাবিলায় শেখ হাসিনার প্রশংসা করছেন। বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা হচ্ছে। শেখ হাসিনাই একমাত্র প্রধানমন্ত্রী যিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে করোনা মোকাবিলা করেছেন। তাই আমাদের দায়িত্ব হবে, মানুষের পাশে দাঁড়ানো ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।’
এইউএ/ওএফ