দেশে দুর্নীতি ও লুটপাটের রাজত্ব চলছে : ন্যাপ
‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশে এখন দুর্নীতি ও লুটপাটের রাজত্ব চলছে’- এমনটাই দাবি করেছে বাংলাদেশ ন্যাপ। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা বলেন, দেশের সংসদ সদস্যদের অধিকাংশই এখন ব্যবসায়ী, যা দুনিয়ার অন্য কোনো দেশে দেখা যায় না। তারা ও অসৎ আমলারা রাজনৈতিক ক্ষমতাকে ব্যাপকভাবে অপব্যবহার করে দেশে বেপরোয়া লুটপাটের রাজত্ব কায়েম করেছে।
সোমবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এসব কথা বলেন।
এই দুই নেতা বলেন, অবস্থাদৃষ্টে মনে হয় এদের নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই। এ কারণেই প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে ফাটল ধরলেও দুর্নীতিবাজরা গ্রেফতার হয় না। এ এক আজব দেশ। এখানে দুর্নীতিবাজরা নিরাপদে থাকে আর দুর্নীতির বিরুদ্ধে লেখার কারণে সাংবাদিক গ্রেফতার হয়।
দেশ করোনা ও দুর্নীতির মত ক্ষতিকর ব্যাধিতে ক্ষত-বিক্ষত উল্লেখ করে ন্যাপের শীর্ষ এই দুই নেতা বলেন, বাংলাদেশের অর্থনীতির এমন কোনো ক্ষেত্র আজ নেই যেখানে লুটপাটের রাজত্ব কায়েম হয়নি। এটা ঘটেছে দুর্নীতির ব্যাপক বিস্তারের মাধ্যমে।
দেশে দুর্নীতি এখন শীর্ষ ব্যবসায়ী ও রাজনীতিবিদদের মধ্যে সীমাবদ্ধ নেই মন্তব্য করে ন্যাপের চেয়ারম্যান ও মহাসচিব বলেন, এটা ছড়িয়ে পড়েছে সর্বত্র, মহামারির মতো। এর ফলে অর্থনীতির নিচের স্তর পর্যন্ত দুর্নীতিতে আচ্ছন্ন হয়েছে। দুর্নীতি, স্বজনপ্রীতি ও মধ্যস্বত্বভোগীদের ঠেকানো না গেলে দেশের মানুষের মাঝে বৈষম্য কমবে না।
এএইচআর/এমএইচএস