তাপসের বিষয়ে সাঈদ খোকনের বক্তব্য ব্যক্তিগত: তথ্যমন্ত্রী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন যে বক্তব্য দিয়েছেন তা ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (১০ জানুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত পরিষদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এসময় প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানও উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘তাপসের বিষয়ে সাঈদ খোকন যে বক্তব্য দিয়েছে এগুলো তাদের ব্যক্তিগত বক্তব্য। এখানে দলের কিছু নেই।’
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধার সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে তিনি বলেন, ‘নোয়াখালীতে মির্জা কাদের সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমাদের দলে এরকম বক্তব্য আগেও বহুজনে দিয়েছে। আমাদের দলে মুক্তভাবে কথা বলার অধিকার আছে, সেটির বহিঃপ্রকাশ মির্জা কাদেরের বক্তব্য।’
‘আগের বক্তব্যগুলো এত প্রচার পায়নি, কারণ আগে যারা ছিল তারাতো আমাদের দলের সাধারণ সম্পাদকের ভাই ছিল না। যেহেতু সাধারণ সম্পাদকের ভাই, বিষয়গুলো অধিক প্রচার পাচ্ছে। আমাদের দলে যে কেউই মন খুলে কথা বলতে পারে,’ বলেন তথ্যমন্ত্রী।
ঘরে-বাইরে কারো ন্যূনতম নিরাপত্তা নেই-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ক্ষমতাসীন আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন,‘যারা পেট্রোল বোমা দিয়ে মানুষের ওপর হামলা চালায়, যারা মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে, যাদের হাতে রক্ত, তারা যখন নিরাপত্তাহীনতার কথা বলে তখন মানুষ আতঙ্কিত হয়। আবার কোনো পেট্রোল বোমা ধেয়ে আসছে কিনা।’
তিনি বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীরকে আমি অনুরোধ করব, মানুষকে জিম্মি করার রাজনীতি বন্ধ করুন। যদি পরিসংখ্যান নেন তাহলে দেখতে পাবেন, তারা যখন ক্ষমতায় ছিল তারচেয়ে আজকে অনেক ভালো জননিরাপত্তা আছে।’
যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলের সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে সে প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। গণতন্ত্রের ইতিহাসে এটি কলঙ্ক। এতকিছুর পরেও সেখানে যৌথ অধিবেশনের মাধ্যমে নির্বাচনের ফলকেই কংগ্রেস ও সিনেট বসে সার্টিফাইড করেছে। অর্থাৎ এত কিছুর পরেও গণতন্ত্রের বিজয় হয়েছে সেখানে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতিম দেশ। তারা আমাদের উন্নয়ন সহযোগী। দেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অনেক ভূমিকা রয়েছে। আমরা আশা করব যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের যে যাত্রা তা অব্যাহত থাকবে।’
মতবিনিময় সভায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, যুগ্ম-সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক শাহ আলম নূর, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নইমুদ্দীন, কল্যাণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- কার্যনির্বাহী সদস্য এমএম জসিম, আজিজুর রহমান (রহমান আজিজ), রোমানা জামান, রফিক রাফি, নার্গিস জুঁই ও জাহাঙ্গীর কিরণ।
এসএইচআর/ওএফ