বাজেটে লুটপাটের পথ আরও প্রশস্ত হয়েছে
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে লুটপাটের পথ আরও প্রশস্ত করা হয়েছে বলে দাবি করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।
বৃহস্পতিবার (৩ জুন) বাজেট সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ দাবি করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ডা. এম এ করিম ও সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম জাহাঙ্গীর হোসাইন।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তারা বলেন, বাজেটে গতানুগতিক ও ধারাবাহিকতা রক্ষা করায় প্রচলিত আর্থসামাজিক ব্যবস্থার ধারক-বাহক ও কায়েমি স্বার্থবাদীরা লাভবান হবেন। সাম্রাজ্যবাদী বিশ্বসংস্থাসমূহের নীতি-নির্দেশের ধারাবাহিকতায় ২০১৫ সালে এসডিজি ঘোষণার পর থেকে আমাদের দেশের বাজেট প্রণয়ন করার ক্ষেত্রে সাম্রাজ্যবাদী লগ্নিপুঁজির সর্বোচ্চ লুণ্ঠন ও তার এদেশীয় দালালদের অবাধ লুটপাটের পথকে আরও বেশি প্রশস্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় ও জনস্বার্থ বিরোধী বাজেট প্রত্যাখ্যান করে আগামীকাল শুক্রবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকার জন্য সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।
পিএসডি/এসকেডি