ভোজ্যতেলের দাম ক্রয়ক্ষমতায় আনার দাবি এনসিপির

চাল ও ভোজ্যতেলের আকস্মিক মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনা করে জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়া, বাজারে চালের দামেও অস্থিতিশীলতা দেখা যাচ্ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। অভ্যুত্থান-পরবর্তী রমজান মাস থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল থাকায় জনমনে স্বস্তি ছিল। কিন্তু হঠাৎ মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে জনদুর্ভোগ আরও বাড়বে বলে এনসিপি মনে করে।
আরও পড়ুন
বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ওপর দ্রব্যমূল্যের এই বাড়তি চাপ অসহনীয়। তাই, শুধু ব্যবসায়ীদের দাবিতে নয়, ভোক্তা সংগঠন ও শ্রমজীবী নাগরিকদের মতামত নিয়ে দাম নির্ধারণের আহ্বান জানিয়েছে এনসিপি।
সরকারকে চাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নির্ধারণে ভোক্তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। একই সঙ্গে, আকস্মিক মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনা করে দাম জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়েছে দলটি।
এমএসআই/এমজে