বিশেষ আইনে মেঘনা আলমের দণ্ড ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দেয়

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই মেঘনা আলমকে গ্রেপ্তার ও আটক করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেছেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মেঘনার দণ্ডাদেশ আমাদেরকে ফ্যাসিবাদী শাসনের কথাই মনে করিয়ে দেয়।
শনিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে সাইফুল হক বলেন, মিস আর্থ মেঘনাকে যেভাবে বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে কালো আইন ব্যবহার করে কারাগারে পাঠানো হয়েছে, তা মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। এমন নিপীড়ন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লজ্জাজনক।
আরও পড়ুন
সাইফুল হক বলেন, ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল দমনমূলক কালো আইন বাতিল করা আজ গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ দাবি। এই আইনের অপপ্রয়োগ নিয়ে এখনই স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন, বিশেষ করে একজন নারীর বিরুদ্ধে দুই দশক পর এমন পদক্ষেপ কেন নেওয়া হলো?
তিনি বলেন, মেঘনা আলম যদি কোনো অপরাধ করে থাকেন, তবে তার বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার হোক। কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে দণ্ডিত করা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এটি একটি লজ্জাজনক নজির।
তিনি আরও বলেন, একজন বিদেশি নাগরিকের অভিযোগে দ্রুত পদক্ষেপ নিলেও, দেশের নাগরিক মেঘনার অধিকার রক্ষায় সরকার নিষ্ক্রিয় থেকেছে।
সাইফুল হক মেঘনা আলমের অবিলম্বে মুক্তি দাবি করেন এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন বাতিলের আহ্বান জানান। পাশাপাশি, মেঘনা আলমের গ্রেপ্তার ও হয়রানির সঙ্গে যুক্ত ‘অতি উৎসাহী’ পুলিশ সদস্যদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এএইচআর/এমএসএ