ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
রোববার (৬ এপ্রিল) রাত ৮টায় রাজধানীর বিজয়নগরে আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি পুরানা পল্টন মোড়, বিজয়নগরের পানির ট্যাংকি মোড় ঘুরে আবার আল রাজী কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে পাখির মতো গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, অন্যদিকে ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে তারা নিরব ভূমিকা পালন করছে। বক্তারা অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানান।
আরও পড়ুন
মুসলিম বিশ্বনেতাদের সমালোচনা করে বক্তারা বলেন, যারা নিজেদের মুসলিম নেতা হিসেবে দাবি করেন, তারা এখন ইসরায়েলের দাসত্ব করছেন। তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ব্যর্থ। মুসলিম সংস্থাগুলোরও ভূমিকা হতাশাজনক—তারা শুধু নীরব দর্শক। আমরা এর তীব্র নিন্দা জানাই।
ভারতের সাম্প্রতিক মুসলিম-বিরোধী নীতিরও কড়া সমালোচনা করা হয় সমাবেশে। বক্তারা বলেন, ভারত এখন দক্ষিণ এশিয়ার আরেক ইসরায়েল। তারা মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগেই যে মুসলিম-বিরোধী বিল পাস হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সমাবেশটি সঞ্চালনা করেন, যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সেরনিয়াবাত সবুজ এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনজুর মোর্শেদ মামুন।
এছাড়া বক্তব্য দেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ও অন্যান্য যুবনেতারা।
এমএসএ