রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় বাধাদানকারীদের জাতি ক্ষমা করবে না

রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় বাধাদানকারীদের জাতি ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।
বিজ্ঞাপন
তিনি বলেন, আগস্ট বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসীবাদী শক্তির পতন হলেও দেশে এখনো শৃঙ্খলা ফিরে আসেনি। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে।
শনিবার (২৯ মার্চ) রাজধানীতে ভাষানটেক থানা জামায়াত আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
আব্দুর রহমান মূসা বলেন, জামায়াত মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে কাজ করে যাচ্ছে। আমরা সমাজের অধিকার বঞ্চিত মানুষের পাশে অতীতে ছিলাম, এখনো আছি এবং আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ। তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশে গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ইসলাম একটি ইনসাফপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ জীবন বিধান। ধনীদের সম্পদে অভাবগ্রস্ত দরিদ্র মানুষদের হক রয়েছে। ধনীদের কর্তব্য তাদের সম্পদে যারা ভাগীদার তাদের হক যথাযথ আদায় করা। আমাদের দেশে সাদাকাতুল ফিতর যথাযথ প্রক্রিয়ায় আদায় হয় না। তাই ইসলামী বিধান অনুযায়ী আদায় করা দরকার।
বিজ্ঞাপন
তিনি খেদোক্তি করে বলেন, মানুষ বড় কষ্টে আছে। তারা আজ অধিকার হারা। মূলত, জামায়াত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে সবাইকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন
তিনি বলেন, এখন পর্যন্ত দেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার পরিবেশ সৃষ্টি হয়নি। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। অথচ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। যারা রাষ্ট্র সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন জাতি তাদের কোনোভাবেই ক্ষমা করবে না। তিনি সংস্কার কাজ সম্পন্ন করে অতিদ্রুত দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
থানা নায়েবে আমির ইঞ্জিনিয়ার আব্দুর রহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইকবাল হোসেন খানের পরিচালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা প্রচার ও আইটি সম্পাদক হাফেজ আলী হোসাইন, বায়তুলমাল সম্পাদক সেলিম রেজা, জামায়াত নেতা ফারুক হোসেন, শামীম আহমেদ, হারুন খান, সিরাজুল ইসলাম, আবুল কাশেম, সাইফুল ইসলাম ও আকবর হোসেন প্রমুখ।
জেইউ/এমএন