চট্টগ্রামে ইফতারি বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় ইফতারি বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে থানার মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। তারা হলেন- খুরশিদ আলম, মো. রাকিব, মো. মুরাদ, মো. সোহেল ও মো. জালাল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মিস্ত্রিপাড়া এলাকায় জিয়া মঞ্চ নামে একটি সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা। এতে কয়েকজন লোক এসে হঠাৎ বাধা দেয়। এ সময় বাধাদানকারীরা অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরবর্তী সময়ে বাকবিতণ্ডা থেকে উভয় পক্ষের মধ্যে মারামারি বেধে যায়।
বিজ্ঞাপন
জিয়া মঞ্চ ডবলমুরিং থানা কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা ৩০০ মানুষের ইফতারসামগ্রী বিতরণ করছিলাম। ইফতারি নেওয়ার জন্য মানুষজনও এসেছিল। রাকিব, ইউনুস ও সেলিমরা এসে আমাদের নেত্রীর ব্যানার ছিঁড়ে ফেলেছে। এরপর আমাদের ছেলেদের ওপর হামলা করেছে। আমাদের ৩০০ বিরিয়ানির প্যাকেট রাস্তায় ফেলে দিয়েছে। তারা হকিস্টিক, লাঠিসোঁটা আর ছুরি নিয়ে এসেছিল। আমাদের এলোপাতাড়ি মেরেছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ইফতারি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআর/এমজে