গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ বাসদের

আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
মঙ্গলবার (২৫ মার্চ) এক বার্তায় বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড ও টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের ওপর ন্যাক্কারজনক পুলিশি হামলার নিন্দা জানান।
বার্তায় বলা হয়, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাষ্ট্রের শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু তার চরিত্রের কোনও বদল হয়নি। মালিকি ব্যবস্থা ও তার স্বার্থকে রক্ষার জন্য রাষ্ট্রীয় বাহিনী কতটা সোচ্চার।
বাসদ হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসা এবং অনতিবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদানে সরকারের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।
ওএফএ/এমজে