এখন সংগ্রাম দেশকে স্বাধীনতার কাঙ্ক্ষিত পথে পরিচালিত করার: চরমোনাই

স্বাধীনতা দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, এখন সংগ্রাম সংস্কার করে দেশকে স্বাধীনতার কাঙ্ক্ষিত পথে পরিচালিত করার।
মঙ্গলবার (২৫ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিজ্ঞাপন
শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, ৭১ সালের এই দিনে রক্তের নজরানায় শুরু হয়েছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম। ১৭৫৭ থেকে শুরু হওয়া দুইশত বছরের অধিককালের মুক্তির সংগ্রাম এক চূড়ান্ত স্তরে প্রবেশ করে আজকের এই দিনে।
তিনি আরও বলেন, আজকের এইদিন মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের রুহের মাগফিরাত ও জান্নাতে তাদের উচ্চমাকাম কামনা করছি।
বিজ্ঞাপন
মুক্তি, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম আজো চলমান। গত জুলাইয়ে রক্তক্ষয়ী এক গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এক নির্মম স্বৈরাচারের পতন হয়েছে। এখন সংগ্রাম সংস্কার করে দেশকে স্বাধীনতার কাঙ্ক্ষিত পথে পরিচালিত করার।
২৬ মার্চ আমাদের আমাদের চিরন্তন অনুপ্রেরণার উৎস। অন্যায়-অবিচার ও জুলুমের বিরুদ্ধে আমাদের অনন্ত বিদ্রোহের বাতিঘর ২৬ মার্চ। ব্রিটিশ উপনিবেশন, পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে যেমন আমরা বারংবার রুখে দাড়িয়েছি তেমনি ২৬ মার্চের স্বাধীনতার দিবসের চেতনায় আমরা ২০২৪ সালেও স্বৈরতন্ত্রকে দেশছাড়া করতে বাধ্য করেছি।
আরও পড়ুন
রেজাউল করীম বলেন, ২৬ মার্চ আমাদের সম্মিলিত প্রতিরোধে সূচনাদিন। কিন্তু পতিত স্বৈরাচার এই দিনসহ সমগ্র স্বাধীনতা সংগ্রামকে দলীয়করণ করে ফেলেছিল। এই দিনগুলোতে কেবল একজনের ভাষণই শোনা যেত। আমাদের লাখ মানুষের আত্মত্যাগকে ম্লান করে একজনের বন্দনা করা হতো। আমরা সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি। এবারে স্বাধীনতা দিবস তাই নতুন ও স্বকীয় মহিমায় উদ্ভাসিত।
জেইউ/এমএন