সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন করা হয়েছিল, আজকে আবারও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি, সেজন্য সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে।
বিজ্ঞাপন
সোমবার (২৪ মার্চ) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে। তাদের বিতর্কিত করার একটা হীন অপচেষ্টা করা হচ্ছে।
বিজ্ঞাপন
দেশকে অস্থিতিশীল করার জন্য একটি নতুন চক্রান্ত শুরু হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আজকে অত্যন্ত সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত হচ্ছে আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার। দেশকে আবার বিপথে নিমজ্জিত করার জন্য। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরও বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর হোসেন পাভেল, সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি, যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই সিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরীসহ বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সিনিয়র সাংবাদিকরা।
এএইচআর/এমএ