সব জায়গা থেকে শেখ পরিবার ও আ.লীগের নামকরণ পরিবর্তনের আহ্বান অলির

বিগত ১৫ বছর দেশের যেসব জায়গায় শেখ পরিবার কিংবা আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা যেসব নামফলক স্থাপন করেছে তা উঠানোর দাবি জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। এছাড়াও যেসব জায়গায় সরকারি অর্থ ব্যয় করে তাদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে তা পরিবর্তন করার নির্দেশ দিতে সরকারের কাছে আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
সোমবার (২৪ মার্চ) রাজধানীর মগবাজারের এলডিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
অলি আহমদ বলেন, দেশের কোনো জায়গায় তাদের নামে নামফলক রাখার যৌক্তিকতাও নাই। কারণ তারা গণহত্যাকারী ও দেশদ্রোহী। গণহত্যাকারী ও দেশদ্রোহীদের নাম সব জায়গা থেকে মুছে ফেলতে হবে।
বিজ্ঞাপন
বিভিন্ন অফিস থেকে শেখ মুজিবের ছবি সরানোর নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক এই বিএনপি নেতা।
ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম জরুরিভিত্তিতে বাদ দিয়ে জনগণের অর্থের সাশ্রয় দাবি জানান এই মুক্তিযোদ্ধা। তার মতে, মুক্তিযোদ্ধাদের নিকট অকাট্য দলিল প্রমাণ থাকতে হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, অনেক ইউএনও তিনটি জিপ এবং ন্যূনতম প্রত্যেক ইউএনওর দুটি জিপ রয়েছে। গরিব মানুষদের ওপর এর খরচের বোঝা চাপানো হচ্ছে কেন?
সরকারি গাড়ির অনৈতিক ব্যবহার রোধকল্পে প্রত্যেকটি গাড়ির নম্বর প্লেট লাল রং করা দাবি তোলেন অলি। এতে করে জনগণের করের টাকার অপব্যবহার কমে যাবে মনে করেন তিনি।
বাংলাদেশে কমপক্ষে ২-৩টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, যেখানে স্বল্পমূল্যে সব ধরনের চিকিৎসা সুবিধা থাকবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে করে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা ক্রমশ হ্রাস পাবে। আপাতত পিজি হাসপাতালে সবার জন্য চিকিৎসা উন্মুক্ত করা যেতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কে কিউ সাকলায়েন, অধ্যাপক ওমর ফারুক, উপদেষ্টা মণ্ডলের সদস্য অধ্যক্ষ মো. মাহবুবুর ও যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি।
এএইচআর/এমএ