এক শ্রেণির রাজনীতিবিদ ছাত্রদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি এবং নাগরিক উন্নয়ন ফোরাম হাতিরঝিলের সভাপতি মু.আতাউর রহমান সরকার বলেছেন, দীর্ঘ ৫৪ বছর এক শ্রেণির রাজনীতিবিদ ছাত্রসমাজকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। বই-কলমের পরিবর্তে অস্ত্র, মাদক হাতে তুলে দিয়ে তাদেরকে অকালে ধ্বংস করার অপপ্রচেষ্ঠা চালিয়েছে।
বিজ্ঞাপন
রোববার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে নাগরিক উন্নয়ন ফোরাম ঢাকা সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের উদ্যোগে মেধাবী ছাত্রদের নিয়ে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আতাউর রহমান বলেন, ছাত্রদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি এবং আলোকিত মানুষ গড়ার কোনো কর্মসূচি ছাত্রদের জন্য তারা দিতে পারেনি। একমাত্র জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরই এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম। এ দুটি সংগঠন ছাত্রসমাজকে সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়।
বিজ্ঞাপন
আতাউর রহমান সরকার বলেন, বহু রক্তে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে আমাদের ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। আমাদের অনৈক্য, অদায়িত্বশীল আচরণের কারণে এ বিজয় হাতছাড়া হলে তাদেরকে জনতার কাঠগড়ায় দাঁড় করানো হবে।
ছাত্রশিবিরের হাতিরঝিল পশ্চিম থানা সভাপতি সাজ্জাদ হোসেন শিহাবের সভাপতিত্বে এবং থানা বায়তুলমাল সম্পাদক ইজাজ আহমদ শাহের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক কলিম উল্লাহ, হাতিরঝিল পূর্ব জামায়াতের সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, পশ্চিম সেক্রেটারি রাশেদুল ইসলাম, ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তরের এইচ আর ডি সম্পাদক আব্দুল্লাহ আল মায়াজ, সাংস্কৃতিক সম্পাদক নাঈম ইসলাম জীবন, শ্রমিক নেতা সুলতান মাহমুদ, মাওলানা গোলাম মাওলা।
জেইউ/এমজে