‘ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েল গণহত্যা চালাচ্ছে’

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ওপর ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। রমজানের এই পবিত্র সময়ে খুবই বেদনাদায়ক অবস্থা হলো- আমরা যখন ইফতার নিয়ে বসে আছি শান্তিপূর্ণভাবে, ঠিক সেই মুহূর্তে গাজায় গতকাল ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় বোমা হামলা করেছে। সেখানে প্রায় ৪৫০ জন নারী ও শিশুসহ সাধারণ মানুষ নিহত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২০ মার্চ) রাজধানীর নাখালপাড়ায় উত্তর জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম খান মিলন বলেন, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প আবদার করে বলেছিল গাজার জমিটা আমাকে দিয়ে দাও। আর ফিলিস্তিনিদের সৌদি আরব না হয় সোমালিয়ার মরুভূমিতে পাঠিয়ে দাও। এ যেন প্রাচীন যুগের জমিদারি বন্দোবস্ত। আজকে ফিলিস্তিনিরা নিজেদের আবাসভূমিতে বসতি করতে পারছে না। সেখানে আজকে আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘন করে একটার পর একটা অবৈধ ইহুদি বসতি স্থাপন করছে। কিন্তু আমাদের যে আরব দেশগুলোর সোচ্চার হওয়ার কথা ছিল, বলিষ্ঠ ভূমিকা রাখার কথা ছিল, তারা নিজেদের নিয়ে ব্যস্ত আছে। তারা নিজেদের গদি ঠিক রাখার জন্য ব্যস্ত। আমরা দেখেছি, ইদানীংকালে বাহরাইনসহ কয়েকটি আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। কাজেই মুসলমানদের শত্রু তো আসলে মুসলমানরা নিজেরাই।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মুসলমানরা আজকে নিজেদের কল্যাণের কথা বলে না, মুসলমানদের পক্ষে দাঁড়ায় না। সৌদি আরব নিজেদের টাকা আমেরিকাতে রাখে এবং সেটা দিয়ে আমেরিকা অস্ত্র বানায় আর সেই অস্ত্র দিয়ে ইসরায়েল আমাদের ভাইদের বুক ঝাঁজরা করে দেয়। আজকে এই জুলুমের নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। এই জুলুমের অবসান ঘটা দরকার।
মাহফিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেন, কাফরুল উত্তর থানা নায়েবে আমির আলাউদ্দিন আহমেদ, থানা কর্ম পরিষদ সদস্য এনামুল হক, ইউনুস শেখ প্রমুখ।
ওএফএ/এমএ