বিএনপি জনগণের জন্য রাজনীতি করে : আমিনুল হক

বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয় বরং জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি বলেছেন, বিএনপির রাজনীতি যে জনগণের জন্য- এই বার্তা সারা দেশের মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদ মাঠে এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণ স্বৈরাচারমুক্ত হয়নি। স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে তাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এই অঙ্গীকার নিয়েই আমাদের আগাতে হবে।
বিএনপির এই নেতা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। স্বৈরাচার আওয়ামী সরকার বিগত ১৫ বছর ধরে দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই ধ্বংসস্তুপ হওয়া সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিপূর্ণ সংষ্কার হবে।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন আফাজ, মহানগর সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, মহানগর সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলু, মতিউর রহমান মতি, কামরুল হাসান আকরাম প্রমুখ।
এএইচআর/এমজে