২২ মার্চ আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করবে গণঅধিকার

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করবে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। আগামী ২২ মার্চ দলটির প্রার্থী তালিকা প্রকাশের সিদ্ধান্ত হয়।
গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান জানান, আজ গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
আরও পড়ুন
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ মার্চ বেলা ১২টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রথম ধাপের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হবে।
শাকিল ঢাকা পোস্টকে জানান, এখন তাদের দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা জানানো হবে। পরে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।
গণঅধিকার পরিষদ এখন পর্যন্ত আগামী নির্বাচনে এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান শাকিল।
এএইচআর/এমএইচএন/এমজে