ধর্ষণবিরোধী পদযাত্রায় হামলাকারী পুলিশ সদস্যদের বিচার দাবি

‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে প্ল্যাটফর্মের স্মারকলিপি প্রদান কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, সারা দেশে নারীর ওপর অব্যাহত নিপীড়ন-ধর্ষণ, ধর্ষণ পরবর্তী খুনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের অংশ হিসেবে আজ শিক্ষার্থীদের মঞ্চ ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে পূর্ব ঘোষিত কর্মসূচির প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করতে যায়। শান্তিপূর্ণ এ কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলা প্রমাণ করেছে অন্তর্বর্তী সরকার পূর্বের মতোই মানুষের ন্যায্য আন্দোলন দমনে ফ্যাসিবাদী কায়দা অব্যাহত রেখেছে। যা জুলাই অভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থি।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর বর্তায়। স্বরাষ্ট্র উপদেষ্টার এহেন ব্যর্থতা জনগণের মধ্যে হতাশার সঞ্চার করবে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা দেশকে বড় বিপদের দিকে নিয়ে যেতে পারে। কাজেই অপরাধমূলক মব কর্মকাণ্ড এবং বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে শক্ত ও দৃঢ় ভূমিকা নিতে হবে।
দলটির শীর্ষ নেতারা অবিলম্বে হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও অব্যাহত নিপীড়ন প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
এএইচআর/এমএন