সেই রিফাত রশিদ এবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে পদত্যাগের একদিন পর নতুন আত্মপ্রকাশ হওয়া দল জাতীয় নাগরিক পার্টিতে পদ পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশিদ। তিনি নতুন গঠিত দলটিতে যুগ্ম সদস্য সচিব পদে ঠাঁই পেয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টায় এক ফেসবুক পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন রিফাত রশিদ।
তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, মো. রশিদুল ইসলাম (রিফাত রশিদ), যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুকরিয়া সেই মহান স্রষ্টার প্রতি যার হাতে আমার প্রাণ, আমার ভাগ্য।
আরও পড়ুন
এর আগে সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার। নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। আর সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।
এদিকে বুধবার আত্মপ্রকাশ করা নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটিতে রিফাত রশীদের নাম দেখা যায়। এর একদিন পর বৃহস্পতিবার সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে রিফাত রশীদ পদত্যাগ করেছেন।
কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন বলে জানান সংগঠনটির নেতারা।
এমজে