জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। শিক্ষার্থীদের নেতৃত্বে আত্মপ্রকাশ করা দলটির নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি। ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি, সংক্ষেপে এনসিপি। বিকেল ৪টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। এ আয়োজনের লাইভ আপডেট—
বিজ্ঞাপন
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষ হয়েছে। ঢাকা পোস্টের লাইভ আয়োজন এখানেই সমাপ্ত করা হলো।
সদ্য ঘোষিত তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দলের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র পাঠ করেছেন।
জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্ব গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। আর এ নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। আর সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা ৫ আগস্ট আওয়ামী লীগের দুঃশাসনের কবর রচনা করেছি। সংসদ ভবনে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশ, ভারত থেকে নির্ধারণ হবে না। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না।
তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের ওপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। ডকুমেন্টারির প্রথমে শেখ হাসিনার একটি ভিডিও প্রচার করা হয়। তখন শেখ হাসিনাকে দেখেই ভুয়া ভুয়া স্লোগানে অনুষ্ঠানস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
জাতীয় নাগরিক পার্টির দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়েছেন তরুণ নেতা মো. নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন ও আখতার হোসেনসহ অন্যরা। নতুন দলে কে কোন পদে যাচ্ছেন, তা আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেওয়া হয়নি।
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থলে আগতদের মেটাল ডিটেকটর ও আর্চওয়ে দিয়ে তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে হচ্ছে।
অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহসভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মসলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।
জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণদের নেতৃত্ব গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপির দুই নেতা। তারা হলেন— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
রাজধানীর উত্তরা থেকে ৮ জন মিলে মানিক মিয়া এভিনিউয়ে এসে পৌঁছেছেন বুলবুল ইসলামসহ অন্যরা। বুলবুল ইসলাম বলেন, আজ আমাদের জন্য একটি স্মরণীয় দিন। আজ থেকে দেশের ইতিহাসে তরুণদের দলের নাম লেখা হবে। এটা সব শ্রেণি পেশা মানুষদের প্রত্যাশা, আকাঙ্ক্ষার একটি দল হতে যাচ্ছে। তাই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতেই অন্যদের মতো আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আশা করা যাচ্ছে লাখ লাখ মানুষের সমাগম হবে আজ এখানে।
দেশের উত্তরের জেলা জয়পুরহাট থেকে ২০০ জনের একটি দল এসেছে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে। তাদের মধ্যে মঞ্জিল হাসান মুরাদ নামে একজন নিজের অনুভূতি জানিয়ে বলেন, জুলাই আন্দোলনে মাঠে ছিলাম। তাই নিজের তাগিদ থেকেই তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসেছি। মূল লক্ষ্যে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া। আমরা ২০০ জন গত রাতে রওয়ানা দিয়ে আজ ভোরে এসে পৌঁছেছি।
আজ বিকাল ৩ টায় লাখো জনতার ভীড়ে মানিক মিয়া এভিনিউতে দেখা হবে ইনশাআল্লাহ।
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলে দলে আসছে মানুষ।
কে কোন পদে? তরুণদের রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।
জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি। এই পদে আসতে পারেন তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা, মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুমের মধ্যে যে কেউ।
মঞ্চ তৈরির কাজ চলছে
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি বাদে সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ চলছে।