বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ করতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, সেনাবাহিনীর ইতিহাসে বিরল হত্যাকাণ্ডের পরেও এতোগুলো বছর বিগত সরকার ইচ্ছাকৃতভাবে বিচার ও তদন্ত আটকে রেখেছিল। স্বৈরাচারের পতনের পরে ছয়মাসের অধিক সময় অতিবাহিত হলেও এখনো বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের কোনও দৃশ্যমান অগ্রগতি না থাকাটা দুঃখজনক।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, শেখ ফজলে বারী মাসউদ, মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম, হোসাইন জাফরী প্রমুখ।
আরও পড়ুন
তিনি বলেন, অনতিবিলম্বে নির্মম এই হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত সম্পন্ন করে জাতির সামনে তা প্রকাশ করতে হবে এবং এর সঙ্গে জড়িত রাজনৈতিক, আন্তর্জাতিক ষড়যন্ত্র উন্মুক্ত করতে হবে।
গাজী আতাউর রহমান আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে সিন্ডিকেট প্রথা ভেঙ্গে দিতে হবে। রাজনৈতিক পালাবদলে নতুন কোনো সিন্ডিকেট যাতে গড়ে না ওঠে সেই ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। রমজানের পবিত্রতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য উলামায়ে কেরাম ও নাগরিকদের সমন্বয়ে সামাজিক কমিটি গঠন করা যেতে পারে।
ওএফএ/এমজে