গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে তার বহুত্ববাদ : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে তার বহুত্ববাদ। তবে আমাদের সংস্কারটা করতে হবে ঐকমত্যের মধ্যে দিয়ে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি।
মান্না বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন— যতগুলো প্রস্তাব আসবে, সেগুলো আপনাদেরকে দেওয়া হবে। আপনারা পড়ে সে বিষয়ে মতামত দেবেন এবং সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর জনগণই বিচার করবে, কোনটা ঠিক আর কোনটা ভুল। এমন পরিস্থিতি যদি আসে যে কোনো একটা মত সঠিক মনে হচ্ছে না, সেটাও যুক্তিযুক্তভাবে বদলানো হবে, আর এভাবেই তৈরি হবে জাতীয় ঐকমত্য।
আরও পড়ুন
প্রস্তাবনা বাস্তবায়ন করতে দীর্ঘ সময় লেগে যেতে পারে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, আমি মনে করি ডিসেম্বরের নির্বাচনের আগেই এগুলো করা সম্ভব। তাদের এটিটিউডেও এ বিষয়টি আছে, যে সবকিছু দ্রুত সময়ের মধ্যে করার। পুরো জাতির মতামত নিয়ে তা একটি ওয়েবসাইটে প্রকাশ করাও কিন্তু ভালো উদ্যোগ।
তিনি আরও বলেন, ছাত্র ও আওয়ামী লীগের অংশগ্রহণ হবে কি হবে না, এ নিয়েও সমালোচনা হয়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে, এ যাত্রাটা বেশ সুন্দর।
ওএফএ/এমজে