চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদলের ৩ নেতা বহিষ্কার
চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার(১৪ জানুয়ারি) বিএনপির অফিসিয়াল ফেসবুক ফেজে তাদের বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তিতি প্রকাশ করা হয়।
পৃথক তিন প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গে সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে রংপুর জেলা যুবদলের সহ-সভাপতি রাকিব হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ সব থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগে রানীনগর উপজেলার একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাকর্মীদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না।
এএইচআর/এমএসএ