পুরো রাষ্ট্রের সংস্কার প্রয়োজন : বুলবুল
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কারের জন্য অনেকগুলো কমিটি করেছে। সেই কমিটিগুলো আগামী ১৫ জানুয়ারির মধ্যেই রিপোর্ট দেবে আশা করছি। শুধু নির্বাচন কমিশন নয়, জনগণের প্রয়োজন হচ্ছে পুরো রাষ্ট্রের সংস্কার।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকায় শীতবস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি-অনিয়ম ছড়িয়ে দেওয়া হয়েছিল। পরিকল্পিতভাবে গোটা রাষ্ট্রের পচন ধরিয়ে দেওয়া হয়েছিল। এখন অবশ্যই এখানে নানাবিধ সংস্কার প্রয়োজন। জনগণ শুধু নির্বাচন নয়, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংস্কার চায়, বিচার ব্যবস্থার সংস্কার চায়। এখনো সংবিধান সংশোধনসহ বহুবিধ রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন।
সরকার ইতোমধ্যে ১৫ জানুয়ারির মধ্যেই রিপোর্ট পেশ করার কথা বলেছে উল্লেখ করে তিনি বলেন, ভালো কিছুর আশা দেশবাসী করছে। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অন্তর্বর্তী সরকার ক্ষেত্র প্রস্তুত করবে সে আশা আমরাও করছি। এরমধ্য দিয়েই আগামী দিনে দেশে গণতান্ত্রিক ধারায় জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সে স্বপ্ন সকলে দেখছে।
নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণ যেমন তাদের প্রতিনিধির হাতে দেশের শাসন ভার তুলে দিয়ে চায়, তেমনি কোনো সংস্কার সংশোধন ছাড়াই তড়িঘড়ি করে কেবল নির্বাচন দেশের মানুষ চায় না। কারণ একেবারে কোনো সংস্কার ছাড়াই আগের নিয়মে আবার কেউ দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনুক এটা জনগণ দেখতে চায় না। এজন্যই আমরা বলি, অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে সব সেক্টরে একটি নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে দিয়ে সর্বক্ষেত্রে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে। না হলে জনগণ আবারো প্রতারিত হওয়ার পরিস্থিতিতে পড়তে পারে।
তিনি বলেন, দেশজুড়ে শৈতপ্রবাহ চলছে। আজকে রাষ্ট্রের দায়িত্ব ছিল প্রতিটি কষ্টে থাকা মানুষের কাছে গিয়ে শীতবস্ত্র উপহার সামগ্রী পৌঁছে দেওয়া। জামায়াতে ইসলামীর পক্ষ হতে আমরা এ কর্মসূচি সব সময়েই করে আসছি। সরকার যারা পরিচালনা করেছেন আমরা তাদের আগেও দেখেছি জনগণের কষ্ট লাঘবে ভূমিকা ছিল না। সেই আওয়ামী লীগের ধারা এখন দেশে আর চলতে পারে না। জনগণের সুবিধা অসুবিধা নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। কিন্তু এখন জনগণের চিন্তায় অন্তর্বর্তী সরকার অবশ্যই অসহায়দের পাশে এসে দাঁড়াবে সে আহ্বান আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে করছি।
বুলবুল বলেন, জামায়াত একটি আদর্শবাদী, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক ও গণমুখী রাজনৈতিক দল। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সুখে-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করেছে, এখনো করছে এবং আগামী দিনেও আমাদের এই কল্যাণমুখী তৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও লালবাগ থানা আমির ড. শামীমুল বারীর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আবুল খায়েরের সঞ্চালনায় শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক হাফেজ এনায়েতুল্লাহ, লালবাগ রহমতুল্লাহ হাই স্কুল অ্যান্ড মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আবুল কাশেম।
এছাড়াও উপস্থিত ছিলেন- লালবাগ থানা ছাত্রশিবিরের সভাপতি নাফিস আব্দুল্লাহসহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জেইউ/এমএ