বাছবিচারহীনভাবে হত্যা মামলা সাজানো হয়েছে : আওয়ামী লীগ
যে সরকারের প্রতি জনগণের কোনো ম্যান্ডেট নেই, সেই সরকারের একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর বিচার করার কোনো নৈতিক ভিত্তি নেই বলে প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই প্রতিবাদ জানানো হয়।
আরও পড়ুন
সেখানে লেখা রয়েছে, এক দিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে আড়াই শতাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে দেখা গেছে, মৃতদের অনেকেই জীবিত আছে এবং এ থেকে বোঝা যায়, শুধু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বাছবিচারহীনভাবে হত্যা মামলা সাজানো হয়েছে। যে ট্রাইব্যুনালে ঘৃণ্য মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, তার প্রতিশোধ নিতে সেই ট্রাইব্যুনাল পুনর্গঠন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ অন্যান্যদের প্রহসনমূলক বিচারের আয়োজন করা হয়েছে। এই ট্রাইব্যুনাল গঠন ও তাতে প্রহসনমূলক বিচারের আয়োজন সম্পূর্ণভাবে অবৈধ।
বর্তমান তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতা দখল করেছে মন্তব্য করে লেখা হয়, অগণতান্ত্রিক এই সরকারের প্রতি জনগণের কোনো ম্যান্ডেট নেই। ক্ষমতা দখল এবং সেটা টেকসই করার জন্যে সরকারের প্রত্যক্ষ মদদে শিক্ষার্থী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য, আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও আইনজীবীসহ বুদ্ধিজীবী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ অন্যান্য সম্প্রদায় ও জাতি গোষ্ঠীর মানুষদের হত্যা করা হয়। যা গণহত্যার শামিল। গণহত্যাকারীদের মদদদাতারা আবার বিভিন্ন হত্যাকাণ্ডের দায়ভার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ, আওয়ামী লীগের নেতাকর্মী, কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের ওপর চাপিয়ে প্রহসনমূলক বিচারের নাটক মঞ্চায়নের অপচেষ্টা করছে।
এমএসআই/এমজে