শিবিরের সায়েন্স ফেস্ট প্রদর্শনে বুলবুল ও ড. মাসুদ
ছাত্রশিবির আয়োজিত ‘ইবনে আল হায়াতাম সায়েন্স ফেস্ট প্রদর্শন’ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ।
রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এ আয়োজন পরিদর্শন করেন তারা।
এর আগে সকাল ৯টায় ইবনে আল হায়াতাম সায়েন্স ফেস্ট প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য মো. শামসুর রহমান, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক অনুষ্ঠানে ড. মীর্যা গালিবস অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ জানান, বিকেলে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জেইউ/এমএন