জ্ঞানের আলোয় আলোকিত বাংলাদেশ গড়তে আপসহীন জামায়াত
জামায়াতে ইসলামী সমাজ সংস্কারের ক্ষেত্রে এক দুর্জয় কাফেলার নাম। তাই সমাজের ইতিবাচক পরিবর্তন, দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য ইউনিট দায়িত্বশীলদের সব শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে আপসহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের ৮ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে মিরপুর জোন জামায়াত আয়োজিত ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, মহানগর কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নাসির উদ্দীন।
সেলিম উদ্দিন বলেন, আল্লাহ আমাদেরকে জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের জীবন ও চরিত্রকে আলোকিত করার নির্দেশ প্রদান করেছেন। তাই জামায়াত ব্যক্তির জ্ঞানচর্চাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিজেদের কর্মপন্থা নির্ধারণ করেছে। আমরা জ্ঞানের আলোয় আলোকিত এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপসহীনভাবে কাজ করে যাচ্ছি। অন্যদলে তা করা হয় না। তাদের কর্মসূচিই হচ্ছে পেশিশক্তি নির্ভর। মূলত, জামায়াতে ইসলামী অহীর জ্ঞানের ভিত্তিতে চরিত্র গঠনের এক অদ্বিতীয় মাধ্যম। আমাদের কোনো জনশক্তিই অপরাধের সঙ্গে জড়িত নন। কোনো দুশ্চরিত্র, বদমেজাজি, অহংকারী, সন্ত্রাসী বা চাঁদাবাজদের জামায়াতে স্থান নেই। তিনি জ্ঞানভিত্তিক ও ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সকল আত্মগঠন ও পরিবার গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
তিনি বলেন, জামায়াত জনগণের মুক্তি ও কল্যাণে কাজ করাকেই নিজেদের ধ্যানজ্ঞান মনে করে। তাই জামায়াতের সবস্তরের নেতা-কর্মীদেরকে জনগণের সঙ্গে সদাচরণ ও তাদের কল্যাণে কাজ করতে হবে। গণমানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সেসব সমাধানের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কোনো বিকল্প নেই। কন্যা দায়গ্রস্ত পিতার দায়মুক্তির জন্য সব পর্যায়ে জনশক্তিকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব গ্রহণ করতে হবে। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষাসহ যেকোনো সমস্যা সমাধানে আমাদেরকে ময়দানে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। কারণ, ইসলামই পারে মানুষের সব সমস্যার সমাধান দিতে। আমাদেরকে বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে হবে ‘সব সমস্যার সমাধান; দিতে পারে ইসলাম’।
তিনি আর্ত-মানবতার মুক্তি ও কল্যাণ নিশ্চিত করতে সেই স্বপ্নের ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
জেইউ/জেডএস