রাষ্ট্র সংস্কারের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে : আমিনুল হক
ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, তারা বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। সেই ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে আমরা ৩১ দফা ঘোষণা করেছি।
শনিবার ( ২৮ ডিসেম্বর) মিরপুরের রূপনগরে ওলামা দলের এক কর্মীসভায় এসব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের কাছে যেতে হবে আমাদের। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে যেতে হবে। তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, মুসলমানদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আল আমিনকে সন্তুষ্ট করা। সেই আল্লাহকে সন্তুষ্টি আদায়ের জন্য আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। এ জন্য আলেম ওলেমা সমাজ ও ওলামা দলের অনেক বড় ভূমিকা রয়েছে।
ওলামা দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে মুফতি হেলাল উদ্দিন মাহমুদী সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু প্রমুখ।
এএইচআর/এমএন