পাশের দেশের গণমাধ্যম সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে
ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান থাকলেও ৫ আগস্ট পরবর্তী সময়ে পার্শ্ববর্তী দেশের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক দল পতিত ফ্যাসিস্টদের হয়ে সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনি প্রচার করছে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বুধবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, দেশ বিরোধী অপশক্তি অতীতে কোনো ষড়যন্ত্র করে দেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হিসেবে কোনো বৈষম্য নেই। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি। ৫ আগস্ট পরবর্তী সময়ে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশসহ বাংলাদেশের মানুষ সচেতন থেকে নিজ উদ্যোগে পাহারা দিয়েছে।
তিনি বলেন, আমরা এ দেশে বসে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে যার যার ধর্ম পালনে নিরাপত্তা প্রদান ও সম্ভাব্য সহযোগিতা যেমন আগে করেছি, আগামী দিনেও তা অব্যাহত থাকবে।
ওএফএ/এমএসএ