২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করতে চায় খেলাফত মজলিস
২৮ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন হবে। এই অধিবেশন থেকে জাতির সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে দলটি।
গতকাল দলীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ অধিবেশনের কথা জানান দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। লিখিত বক্তব্যে তিনি বলেন, হত্যা, নির্যাতন, মামলা, হামলা, জেল, জুলুম উপেক্ষা করে ময়দানে ভূমিকা অব্যাহত রেখেছে খেলাফত মজলিস। সর্বশেষ জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ভূমিকা রেখেছে। পতিত খুনি হাসিনা সরকারের পতনের পরে আজকের মুক্ত পরিবেশে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে খেলাফত মজলিস দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনে বদ্ধ পরিকর।
আহমদ আবদুল কাদের বলেন, খেলাফত মজলিস মনে করে মানুষের প্রকৃত কল্যাণ ও মুক্তির পথ হচ্ছে ইসলাম। খোলাফায়ে রাশেদিনের আদর্শের আলোকে যদি আমরা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনকে সাজাতে পারি তাহলেই দেশ ও জনগণের কল্যাণ ও মুক্তি অর্জন সম্ভব। বিগত ১৬ বছরের দুঃশাসনের বিচার নিশ্চিত, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে সুসংহত করে কাঙ্ক্ষিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আজকে জাতীয় ঐক্য জরুরি।
আরও পড়ুন
তিনি বলেন, মানব মুক্তির আদর্শ-খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা ও সমাজিক সুবিচার নিশ্চিত করা ও চলমান রাষ্ট্র সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আগামী ২৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন আনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। ২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যান থেকে জাতির সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই আমরা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার বলেছে ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচন দেবে, আমরা সে বিষয়ে আশাবাদী। পাশাপাশি তিনি বলেন, দ্রব্যমূল্য কমাতে হবে। এ জন্য সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। একইসঙ্গে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।
এনএফ