‘সাড়ে ছয় কোটি তরুণের দল এবি পার্টি’
এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেছেন, সাড়ে ছয় কোটি তরুণদের দল এবি পার্টি। তরুণরা সফল হলে বাংলাদেশ দাঁড়াবে। এবি পার্টিই একমাত্র দল যারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে পলিসি ‘পলিটিক্স’ প্র্যাকটিস করছে। যেভাবে খেলোয়াড় হিসেবে নিজের টিমকে জয়ী করার জন্য কাজ করতে হয়, যেভাবে সদস্য হিসেবে পরিবার দাঁড় করানোর জন্য পারফর্ম করতে হয়, তেমনিভাবে দেশকে দাঁড় করানোর জন্য নাগরিক হিসেবে সজাগ দৃষ্টি রেখে কাজ করতে হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে নগরের পূর্ব বাকলিয়ায় হাটখোলায় বিজয় দিবস উপলক্ষ্যে নৈশকালীন ফুটবল খেলার ফাইনাল পর্বের উদ্বোধনীতে খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
ছিদ্দিকুর রহমান বলেন, জুলাই ও আগস্টে তরুণ-তরুণীরা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তারা ঠিকমতো পারফর্ম করতে পারলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। তরুণরা যে বাংলাদেশ প্রত্যাশা করে সেই বাংলাদেশ গড়ার কোনো পরিকল্পনা, পলিসি বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেই।
আরও পড়ুন
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড এবি পার্টির সংগঠক এস এম আবুল কাশেম এবং মুহাম্মদ আজগর।
এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির নেতা নূর আনোয়ার, সাইফুল ইসলাম ও আবদুল কাদের।
খেলার ফাইনাল পর্বে জান আলী বলি পাড়া একতা সংঘ, দি কর্ণফুলী একতা সংঘ, বাকলিয়া যুব সংঘ ও সোনার তরী ক্লাব অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ খেলায় দ্য কর্ণফুলী একতা সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জান আলী বলি পাড়া একতা সংঘ।
এমআর/এআইএস