স্বাধীনতা-সার্বভৌমত্ব যারা বিক্রি করেছিল তারা সেদেশে পালিয়ে গেছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সাক্ষী, এই বিশ্ব সাক্ষী আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি, করবোও না। আমরা প্রিয় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কোনো আগ্রাসীদের কাছে, কোনো হেজিমোনিস্টদের কাছে বিক্রি করবো না, করতেও দেবো না।
তিনি বলেন, যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। তারা এই দেশকে নিজের দেশ মনে করতো না। কারণ এই দেশে তাদের বাচ্চা-কাচ্চা বসবাস করতো না। তাদের বাচ্চাদের নিরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে তারা সন্ত্রাস-ত্রাসের মাধ্যমে এই দেশকে শোষণ করেছিল।
সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, তারা (আওয়ামী লীগ) মূলত প্রতিশোধ নিতে এসেছিল, আপনারা জানেন কীসের প্রতিশোধ। আমি জিজ্ঞেস করি সেদিন আপনার বাবাকে কারা হত্যা করেছিল? যারা একাত্তরের রণাঙ্গনে বুক চিতিয়ে যুদ্ধ করেছিল তাদের হাতে আপনার বাবাকে নিহত হতে হবে কেন? আপনারাই জবাব খুঁজেন। এরজন্য দায়ী কারা? কারা সেদিন ব্যাকফুটে ছিল? কারা সেদিন নব্য সৃষ্টি হওয়া বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছিল। কাদের নেতা বলেছিল, ডানে যেদিক তাকাই তারা চোর, বামে যেদিক তাকাই তারাও চোর। সামনে যেদিকে তাকাই ওরাও চোর, পেছনে যেদিকে তাকাই ওরাও চোর। কাদের উদ্দেশ করে বলেছিলেন? সেই জবাব আজকে তাদের খুঁজতে হবে। কাজেই প্রতিশোধ জনগণের ওপর নয়, প্রতিশোধ নেন আপনাদের অপকর্মকারী প্রতিষ্ঠানের ওপর।
তিনি বলেন, আশ্চর্য লাগে তারা (আওয়ামী লীগ) বাংলাদেশটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না। তারা মাঝে-মধ্যেই ফণা তুলে ফুসফাস করার চেষ্টা করে। যেই জাতি আপনাদের উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফণাও একদম গুড়া করে দিতে পারে। এটা মনে রাখবেন, এই দেশে যোদ্ধা দুই লাখ চার লাখ নয়। এই দেশে যোদ্ধা মিনিমাম দশ কোটি। এই দশ কোটি যোদ্ধার বিশ কোটি হাত সদা প্রস্তুত যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্যে। আমরা আল্লাহ তায়ালার সাহায্য চাই আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপসহীন লড়াই করতে পারি। প্রিয় দেশবাসী আসুন আজকে আমরা আরেকবার অঙিকার করি এই বিজয় দিবসে আমরা অবশ্যই দেশকে ভালোবাসবো, আমরা কারো তাঁবেদার বানাতে এই দেশকে দেব না এবং কেউ তাঁবেদারি করতে এলে তাকেও আমরা ছাড় দেবো না।
আরও পড়ুন
শফিকুর রহমান বলেন, আমরা জাতি হিসেবে কৃতজ্ঞ জাতি। কিন্তু একটি পরিবার সে কৃতজ্ঞতাকে নষ্ট করে দিয়েছিল। স্বাধীনতার সমস্ত অর্জন ধূলিসাৎ করে সে পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল। জনগণকে তারা তাদের প্রজা ও ভাড়াটিয়া বানিয়েছিল। আমাদের সন্তানদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল। তারা একটি ক্যাডারভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করেছিল। আজকের এমন একটি বিজয় দিবস বাংলাদেশের মানুষের মাথায় মাথায় লাল সবুজের একেকটি খুঁটি। সবুজ হচ্ছে আমাদের শ্রমিক ও জমিন, আর লাল হচ্ছে শহীদ ভাইদের রক্ত। এই রক্ত দেওয়া কিন্তু শুরু হয়েছিল ৪৭ সাল থেকেই। সে রক্ত দেওয়ার ধারা অব্যাহত রয়েছে ২৪ এর আগস্ট পর্যন্তও।
তিনি বলেন, কিন্তু দুঃখের বিষয়, ৪৭ এর পরেও জাতি স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। আবার ৭১ এর পরেও জাতির স্বাধীনতা হাইজ্যাক হয়ে গিয়েছিল। কিন্তু জাতির সামনে এর কোনো জবাব দেওয়া হয়নি। স্বাধীনতার ঘোষণা দেওয়া শহীদ জিয়াউর রহমানকে স্বীকৃতি দেওয়া হয়নি। সেই পরিবার মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে শোষণ করেছে, ধোঁকা দিয়েছে, জুলুম করেছে, অধিকার কেড়ে নিয়েছে। জাতিকে দাসে পরিণত করেছিল।
জামায়াতের শীর্ষ এই নেতা বলেন, ৭২ এর পর জনগণের হাতে সত্যিকারের স্বাধীনতা তুলে দেওয়ার যে সংগ্রাম হয়েছিল, তা শেষ হয়েছে ২৪ এর আগস্টে। এই ২৪ এর লড়াইয়েও জনগণকে নিজ দেশের স্বৈরশাসকের কাছে জবাব দিতে হয়েছে। তারা জনগণকে পাত্তাই দেয়নি। মাটি থেকে, আকাশ থেকে গুলি করে জনগণের বুক ঝাঁজরা করে দেওয়া হয়েছে। এই লড়াইয়ের প্রতীক ছিল শহীদ আবু সায়ীদ। হাতের মধ্যে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, কোনো বোমা ছিল না। খালি হাতে শুধু একটি লাঠি নিয়ে এসে দাঁড়িয়েছিল। সে বলেছিল বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই ঝড় কী শুধু তার ছিল? না। অধিকার কেড়ে নিয়ে জনগণকে দাসে পরিণত করার ঝড় তার বুকের মধ্যে ছিল। মানুষের ঝড়।
তিনি বলেন, এত রক্ত,এতো ত্যাগের পর এটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। স্বাধীনতার প্রতি সম্মান দেখানো আমাদের জাতীয় ও নাগরিক দায়িত্ব। যারা বিদায় নিয়েছে তারাও আমাদের জাতীয় বীর। দেশের বাইরে যারা শহীদ হয়েছে তারাও আমাদের জাতীয় বীর। জাতীয় বীরদের উচ্চ শিখরে রেখে সম্মান জানাতে চাই। তাদের অবদান যেন কোনো গোষ্ঠী, পরিবার, দলের লোলুপ দৃষ্টির সামনে হারিয়ে না যায়। সুতরাং এই বিজয়, অবদানকে পাহারা দিতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও আমির মো. নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুর সবুর ফকির, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এইচ এম আব্দুল হালিম প্রমুখ।
এসময় জামায়াতে ইসলামীর থিম গান পরিবেশন করেন দলের কর্মীরা। সমাবেশ শেষে তারা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে পুরানা পল্টন মোড় থেকে বিজয় র্যালি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়।
ওএফএ/এসএম