চব্বিশের গণহত্যার মূল হোতাদের গ্রেপ্তারে শিবির সভাপতির আল্টিমেটাম
চব্বিশের গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পরিচালিত গণহত্যায় জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
তিনি বলেন, যদি আমাদের দেশকে নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র হয়, আর যদি খুনিদের বিচার না হয়, তাহলে চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেভাবে ছাত্রজনতা নেমেছিলো, সেভাবে আবারও ছাত্রজনতা রাস্তায় নামতে বাধ্য হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ঢাকা মহানগর আয়োজিত বিজয় র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
শিবির সভাপতি বলেন, ২৪ এ যারা হত্যাকাণ্ড চালিয়েছে, আমরা সরকারের কাছে তাদের বিচারের দাবি জানাই। চার মাস অতিবাহিত হলেও আমরা এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ চাই। যেখানে সকল নাগরিক তার অধিকার ফিরে পাবে। ৫৪ বছর পর আমরা সেই স্বপ্ন দেখতে চাই। যেখানে বৈষম্যহীন নতুন বাংলাদেশ নিয়ে পথ চলতে পারবো।
তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এ জাতি সামাজিক ন্যায় বিচারের কোনো দৃশ্য এখন পর্যন্ত দেখেনি। সামাজিক অধিকার, মানবিক অধিকার, সাম্য ন্যায় এবং ইনসাফ থেকে এ জাতি বঞ্চিত ছিল। দেখতে দেখতে আমরা স্বাধীনতার ৫৪ বছরের পদার্পণ করেছি। আমরা চেয়েছিলাম স্বাধীনতার ৫৪ বছরে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে। আমরা এখনও সেটা পারিনি। আমাদের অর্জনের মধ্যে রয়েছে, লুটপাট, নৈরাজ্য। আওয়ামী ফ্যাসিবাদ তারই সচিত্র উদাহরণ।
মঞ্জুরুল ইসলাম বলেন, ভারতীয় আগ্রাসন এবং তাদের দোসররা আমাদের কালচারাল অঙ্গন থেকে শুরু করে সর্বক্ষেত্রে ভেঙে চুরমার করেছে। পিলখানা হত্যার মাধ্যমে আমাদের সামরিক খাতকেও নষ্ট করেছে ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদ কিংবা বাকশাল সবখানে আমাদের মৌলিক স্বাধীনতা কেড়ে নিয়েছে। তারা গণমাধ্যমের টুটি চেপে ধরেছে। তারা শিক্ষাঙ্গনকে ধ্বংস করে তাদের অ্যাজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্র হিসেবে বেছে নেয়।
শিবির সভাপতি আরও বলেন, এমন একটি মানবিক দেশ গড়তে হবে, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, সাম্য সম্প্রীতি থাকবে। আমরা চাই সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। ইসলামি ছাত্রশিবির সেই স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে চলছে।
এর আগে রাজধানীর বায়তুল মোকাররম (উত্তর গেট) থেকে র্যালি শুরু হয়ে শাহবাগ এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় ‘পানির ন্যায্য হিস্যা দাও, নইলে ভারত ফিরে যাও’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ‘পানির ন্যায্য হিস্যা চাই’ স্লোগানে মুখরিত ছিল গোটা শাহবাগ এলাকা। শোভাযাত্রায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্র, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টিআই/এমএসএ