বিজয় মেলা উদযাপন নিয়ে রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় মেলা উদযাপন নিয়ে বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করে আসছিল। শুক্রবার বিকেলে বিজয় মেলা উদযাপনের দাবিতে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় গোলাম আকবর খন্দকারের পক্ষের নেতাকর্মীরা।
আরও পড়ুন
খবর পেয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জানতে চাইলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাসেল বলেন, রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এমআর/এসএসএইচ