জামায়াতের আমিরের ‘আংশিক’ বক্তব্য, বিভ্রান্তির সুযোগ নেই
গত ৩০ নভেম্বর বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সেখানে ‘নারীর ক্ষমতায়ন ও পোশাক’ নিয়ে কথা বলেন তিনি।
অথচ আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য কিছু সংবাদপত্র ও গণমাধ্যম আংশিক ও ভুলভাবে উপস্থাপন করে। যা জনমনে বিভ্রান্তি তৈরি করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দলটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। ঢাকা পোস্টসহ সংশ্লিষ্ট গণমাধ্যম পরের দিন (১ ডিসেম্বর) সেটি প্রচার করে।
এখানে উল্লেখ্য যে, ‘নারী পোশাক’ সংক্রান্ত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের বক্তব্যটি ফটোকার্ড হিসেবে প্রকাশিত হওয়ার পরপরই বিষয়টি ঢাকা পোস্ট কর্তৃপক্ষের নজরে আসে। সঙ্গে সঙ্গে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম একই ধরনের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে থাকে।
ঢাকা পোস্ট কর্তৃপক্ষ মনে করে, দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে ঢাকা পোস্ট বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে এবং সংবাদপত্রের নীতিমালা অনুসরণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তির সুযোগ নেই।
ঢাকা পোস্টে প্রকাশিত মূল প্রতিবেদন : যেভাবেই উসকানি দিক, আমরা ফাঁদে পা দেব না : শফিকুর রহমান
এমএআর/