সম্প্রীতি ধ্বংসের পরিকল্পিত চক্রান্ত চলছে : ইমাম হায়াত
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও চট্রগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদ জানিয়েছেন নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
বুধবার তার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
আরও পড়ুন
বিবৃতিতে বলা হয়, আমরা মনে করি ইসকন নেতাকে গ্রেপ্তারের কোনো প্রয়োজন ছিল না। এটা উসকানিমূলক ষড়যন্ত্র হয়েছে দেশ ও জনগণের বিরুদ্ধে। এটা এক ধরনের হঠকারিতা। যা ইসলামের শান্তিময় আদর্শেরও বিপরীত। এটি দেশের ভেতর ও বাইরে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে হিংস্র পরিস্থিতি তৈরির পরিকল্পিত চক্রান্ত। যে কোনো অরাজকতার প্রথম শিকার হবে অর্থনীতি। এতে সংকটে পড়বে গরিব জনগণ।
ইমাম হায়াত বলেন, বাংলাদেশের সমস্যা ইসকন নয়। বাংলাদেশের সমস্যা এখন উগ্রবাদি জঙ্গিবাদ। যারা দেশকে ধর্মীয় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তারা দেশের বিরুদ্ধে শত্রুতা করছে এবং দেশ-গণতন্ত্র-জনগণের মারাত্মক ক্ষতি করছে।
এমএইচডি/এমজে