আ.লীগের প্রয়োজন যদি ফুরিয়ে যায়, তাহলে দলটি বিলুপ্ত হয়ে যাবে
লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল। আগে আওয়ামী মুসলিম লীগ ছিল। সেখান থেকে আওয়ামী লীগ হয়েছে। ইতিহাসের প্রয়োজনে আওয়ামী লীগের প্রয়োজন যদি ফুরিয়ে যায়, তাহলে দলটি বিলুপ্ত হয়ে যাবে। যেমন মুসলিম লীগ হয়ে গেছে।
গতকাল রাজধানীর জাতীয় জাদুঘরে ‘কী চাই নতুন বাংলাদেশে’ শীর্ষক আলোচনা সভায় অধ্যাপক সলিমুল্লাহ খান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আহমদ ছফা বলেছিলেন ‘বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না’। সেই সময়ে বুদ্ধিজীবীরা ঠেলায় পড়ে বাংলাদেশি হয়েছিলেন। বাঙালি জাতীয়তাবাদের কথা বলে তাঁরা নিজেদের আখের গুছিয়েছিলেন। তখন বুদ্ধিজীবীদের বিচার হওয়া দরকার ছিল।
আরও পড়ুন
‘এখন আওয়ামী লীগের শোষণের সঙ্গে জড়িত বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিকসহ সবার বিচার হওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গত ১৬ বছরে কী ভূমিকায় ছিল প্রশ্ন তুলে তিনি বলেন, তাদেরও বিচার হওয়া উচিত।’
এনএফ