সাংবাদিক নয়, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলে জাতি উপকৃত হবে
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের ও তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনাটিকে অনভিপ্রেত, দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিক ও গণতান্ত্রিক সরকারের মধ্যে একটা সেতুবন্ধন রয়েছে। এই সেতুবন্ধন একটা মহল নষ্ট করার চেষ্টা করছে। ধিক্কার জানাই, ঘৃণা জানাই।
হানিফ বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ-জাতি উপকৃত হবে ।
মঙ্গলবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের এই নেতা।
গতকাল সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে সচিবালয় থেকে তাকে শাহবাগ থানায় আনা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলায় তার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ আনা হয়। মঙ্গলবার ওই মামলায় তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাবিধি অনুযায়ী রোজিনা ইসলামকে চিকিৎসা দেওয়ারও আদেশ দেন আদালত। পরে রোজিনাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার (২০ মে) তার জামিন আবেদনের শুনানি হবে।
এইউএ/এনএফ