জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের (আইআরআই) সিনিয়র অফিসিয়ালস।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের (আইআরআই) সিনিয়র অফিসিয়ালস কেন্ট প্যাট্টন, রিসার্ড রোয়ার এবং বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর যোশুয়া রোসেনব্লুম ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ এবং ইউএসএআইডি বাংলাদেশ অফিসের লুবাইন মাসুম চৌধুরী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জামায়াতে ইসলামী উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে চান। এ সময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
জেইউ/এমজে