আওয়ামী লীগ ছাড়া সভ্য কেউ লাশের ওপর নৃত্য করতে পারে না
আওয়ামী লীগ ছাড়া সভ্য কেউ পিটিয়ে মারার পর লাশের ওপর নৃত্য করতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। তিনি বলেন, ২৮ অক্টোবর মানেই চোখে ভেসে ওঠে লগি বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যার দৃশ্য। তারা শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি বরং লাশের ওপর নৃত্য করে সেই নরপিশাচরা। যা পৃথিবীর ইতিহাতে কোনো সভ্য জাতির করতে পারে না।
সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর মীরপুরে সমাজ কল্যাণ মসজিদ অডিটোরিয়ামে পল্টন ট্র্যাজেডি দিবস এবং শহীদ মুজাহিদুল ইসলামের শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, ২৮ অক্টোবরের ঘটনা ছিল গভীর ষড়যন্ত্রের একটি অংশ, যার মাধ্যমে স্বাধীনতার সূর্যকে অস্তমিত করা হয়, যা গত ১৫ বছর গোটা জাতি মারাত্মকভাবে অনুভব করেছে। জাতি দেখেছে কীভাবে ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত করা হয়েছিল, কীভাবে স্বৈরশাসক প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং কীভাবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল।
তিনি আরও বলেন, শহীদেরা তাদের শাহাদাতের কামনা-বাসনা এবং চেতনা আমাদের মধ্যে রেখে গেছেন। এবং তারা শিখিয়ে গেছেন যেন আমাদের জীবনের বিনিময়ে হলেও এই দেশে ইসলাম কায়েম হয় এবং জালেমদের জুলুম থেকে এদেশের মানুষকে রক্ষা করতে পারি।
ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা সভাপতি এইচ এম সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ ও কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকিক।
টিআই/জেডএস