ফ্যাসিস্ট শাসনের অনিয়ম-উচ্চ দ্রব্যমূল্য এখনও বহন করছে সরকার
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে মনিটরিং বাড়ানোর তাগিদ দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসনের অনিয়ম বিশৃঙ্খলা ও উচ্চ দ্রব্যমূল্য এখনও বহন করে চলছে অন্তর্বর্তী সরকার।
শুক্রবার (১৮ অক্টোবর) যুব পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকনের সঞ্চালনায় যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুলের সভাপতিত্বে সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, অনতিবিলম্বে মধ্যস্বত্বভোগী ও ফরিয়াদের দৌরাত্ম্য কমিয়ে নিত্যপণ্যকে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।
তিনি বলেন, হাইকোর্টের কয়েকজন বিচারপতির সুযোগ-সুবিধা অক্ষুণ্ন রেখে ক্ষমতা রহিত করার যে নির্দেশনা দেওয়া হয়েছে, এতে বিচার কার্যক্রমের দীর্ঘসূত্রতা আরও বাড়বে। এভাবে আদালত ঘেরাও করে আন্দোলনের পরে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয় বলে তিনি মনে করেন।
এবি পার্টি সদস্য সচিব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ বিচার না হলে এই বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। তিনি দলমত নির্বিশেষে যুবসমাজের কাছে রাষ্ট্র বিনির্মাণের আহ্বান তুলে ধরার জন্য যুব পার্টির নেতাকর্মীদের নির্দেশনা দেন।
আরও পড়ুন
এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে একক প্রতিষ্ঠানকে সুযোগ না দিয়ে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য আমদানি করতে হবে।
তিনি বলেন, টিসিবির পণ্য ট্রাকে নয়, এলাকা ভিত্তিক ন্যায্যমূল্যের দোকান প্রতিষ্ঠার মাধ্যমে বিতরণ করতে হবে।
এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যুবায়ের আহমদ ভূঁইয়া বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, তার নেতৃত্বে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। বিগত সরকার দুর্নীতি ও দুঃশাসনের যে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছিল, তার বিপরীতে সমৃদ্ধ দেশ গড়তে যুব পার্টিকে নতুন বয়ান উপস্থাপন করতে হবে। মেধা যোগ্যতা আর সততার মধ্য দিয়ে দেশের জন্য কাজ করতে তিনি যুব সমাজকে আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে শাহাদাতুল্লাহ টুটুল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অধিকার ভিত্তিক হওয়ায় সর্বস্তরের মানুষ এ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক তেমনিভাবে যুব অধিকার নিয়ে কাজ করলে যুবসমাজে যুব পার্টির আহ্বানে রাষ্ট্র বিনির্মাণে মানুষ ঐক্যবদ্ধ হবে। তিনি যুবসমাজকে বৈষম্যমুক্ত সমাজ গঠনে যুব পার্টির কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, সিনিয়র সহকারী সদস্য সচিব আমিনুল ইসলাম এফসিএ, এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানী আব্দুল হক ও ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স।
জেইউ/এসএসএইচ