জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়া হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নারদিয়া সিম্পসন।
সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় মগবাজার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পরে দলীয় কার্যালয়ে নিচ তলায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় অফিসসহ সারা বাংলাদেশে জামায়াতের সব অফিস আওয়ামী লীগ সরকার সিলগালা করে রেখেছিল। আমরা ঢুকতে পারতাম না। যে কারণে বিদেশি বন্ধু রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগও সীমিত ছিল।
তিনি বলেন, এখন বিভিন্ন মিশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভরা আসছেন। আমরা আনন্দিত। আজকের বৈঠক ছিল খুবই ঋদ্ধতাপূর্ণ। সফল একটি বৈঠক। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ককে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় সেব্যাপারে কথা হয়েছে। বিশেষ করে এদেশে দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অস্ট্রেলিয়া কীভাবে বাংলাদেশকে অর্থবহ সহযোগিতা করতে পারে সেব্যাপারে আলোচনা করেছি। আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে অস্ট্রেলিয়া আরও কি কি সহযোগিতা করতে পারে সেব্যাপারে কথা বলেছি।
গত জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় অস্ট্রেলিয়ার সার্বিক সহযোগিতা চেয়ে জামায়াত আমির বলেন, আন্দোলনে অংশ নেওয়া আমাদের অনেক মানুষ আহত হয়েছে গত জুলাই-আগস্ট মাসে। অস্ট্রেলিয়া সরকার আমাদের সেই আহতদের চিকিৎসায় সহযোগিতা করতে পারে। আমরা চাই আহতরা চোখের আলো ফিরে পাক, কেউ হাঁটতে পারুক আবার।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ, প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির প্রমুখ।
জেইউ/এসএম