প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শনিবার
রাষ্ট্র সংস্কারের গঠিত ৬ কমিশনের কার্যক্রম শুরু আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কার কার্যক্রমের জন্য সুপারিশ নেবেন তারা। এর অংশ হিসেবে আগামী শনিবার প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে করবে বিএনপি।
এদিন রাষ্ট্রপতির বাসভবন যমুনায় এই বৈঠকে অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে শুনেছি। আগামী শনিবার হবে। তবে ওইদিন কখন বৈঠক হবে জানি না।
আরও পড়ুন
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষে থেকে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে।
এএইচআর/এমএ