সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষ্যে সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে সাবেক ছাত্রনেতাদের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।
এসময় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসাইন, সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মুকিব মিয়া, সাবেক সহ-সম্পদক এনামুল হক প্রিন্স, সাবেক উপ-অর্থ সম্পাদক তড়িৎ চৌধুরী ও সাবেক ছাত্রলীগ নেতা নুরুল হক সজল উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার বড় সন্তান শেখ হাসিনা। ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতি তিনি। ৫ আগস্ট সরকার পতনের দিন তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন।
এমএসআই/জেডএস