শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৮ মামলা, ৭টিই হত্যা
গত দুই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও আটটি মামলা হয়েছে। এর মধ্যে সাতটি হত্যা এবং একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে।
বুধ ও বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও বগুড়া আদালতে এসব মামলা হয়েছে।
এ মামলাগুলোতে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ১৯১টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৭০টি হত্যা মামলা।
একই সময়ে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এমজে