পুলিশকে গ্রেপ্তার বাণিজ্যের সুযোগ দিয়েছে সরকার : মাওলানা ইমতিয়াজ
অজ্ঞাতনামা মামলা আর রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সরকার পুলিশকে গ্রেপ্তার বাণিজ্যের সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।
তিনি বলেন, অজ্ঞাতনামা হাজার হাজার মানুষের নামে মামলা ও রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে পুলিশ গ্রেপ্তার বাণিজ্যের মহোৎসব করার সুযোগ পেয়েছে। প্রতিদিন ধরপাকড় চলছে, বাসায় বাসায় হানা দেওয়া হচ্ছে, মোবাইল চেক করা হচ্ছে। আওয়ামী লীগ ও পুলিশ দেশে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে মাওলানা ইমতিয়াজ আলম এসব কথা বলেন।
তিনি বলেন, ব্যাংকে তারল্যসংকট দেখা দিয়েছে। সার্বক্ষণিক মানুষ আতঙ্কে আছে। তবুও গুলি ও গ্রেপ্তার আতঙ্ক বিরাজমান।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, এমনিতেই অজ্ঞাতনামা মামলা দিয়ে মানুষকে গ্রেপ্তার আতঙ্কে রাখা হচ্ছে, এমতাবস্থায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে সে আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। এসব করে অবৈধ সরকারের আখের রক্ষা হবে না।
‘আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশের চলমান সংকট নিরসন করুন। অন্যথায় দেশের চলমান সংকট আরও প্রকট হলে আপনাদের আখের রক্ষা হবে না।’
জেইউ/এমএ