কোটা আন্দোলনে নিহত সবুজের মরদেহে প্রধানমন্ত্রী ও আ. লীগের শ্রদ্ধা
কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের ঘটনায় নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীর মরদেহের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন
বুধবার বিকেল ৩টা ৩৮ মিনিটে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আওয়ামী লীগের সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।
এমএসআই/এমজে