জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ১০ স্থানে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ঢাকা মহানগর উত্তরের ১০টি স্থানে দুস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করে দলটি।
দুপুরে শেরে বাংলা নগরের লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
এরপর ভাষাণটেক যুবদল ঢাকা মহানগর উত্তর উদ্যোগে খাবার বিতরণ কর্মসূচি পালন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
ভাটারার ১০০ ফিট রোডের নয়াবাড়িতে খাবার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, মোহাম্মদ সেলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
কল্যাণপুর বাসস্ট্যান্ডে মিজান টাওয়ারের সামনে খাবার বিতরণ করে মিরপুর থানা বিএনপি। গুলশান ও বনানীতেও খাবার বিতরণ করা হয়।
শাহ আলীর মাজারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
এএইচআর/এসকেডি