শুক্রবার ঢাকায় মিছিল করবে ইসলামী আন্দোলন
দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নারী-পুরুষ-শিশু গণহত্যা বন্ধ, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বায়তুল মুকাদ্দাস মুক্ত করার দাবিতে আগামীকাল শুক্রবার ঢাকায় গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (৩১ মে) বাদ জুম’আ বায়তুল মোকাররম উত্তর গেটে গণমিছিলের আয়োজন করেছে দলটি। গণমিছিলে নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
গণমিছিলের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ঢাকা মহানগর, ঢাকা জেলা থেকে সংগঠনের সকল নেতৃবৃন্দ গণমিছিলে শরীক হওয়ার সকল প্রস্তুতি নিয়েছেন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
এছাড়াও দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও পৃথকভাবে গণমিছিল সফলের আহ্বান জানিয়ে বিবৃতিতে দিয়েছেন। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, সেক্রেটারি মুফতি মানসুর আহমদ সাকী, ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সেক্রেটারি জেনারেল মাওলানা খলিলুর রহমান, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান, সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর, মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী, সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিয়ুর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম পৃথক বিবৃতিতে শুক্রবারের গণমিছিল সফল করার আহ্বান জানান।
জেইউ/এসকেডি